১৫ই আগষ্ট স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী দিবস পালিত।
জাতীয় শোক দিবস’ উপলক্ষে আয়োজিত চিত্রাংকণ ও রচনা লেখা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসেনের আয়োজনে রুমা বাজার আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।
এছাড়াও প্রথক ভাবে উপজেলায় বিভিন্ন সরকারি বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাংকন সহ নানা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এর আগে সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিত্বে উপজেলা প্রশাসনের উদ্যোগে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রসাশন, সরকারি বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন সামাজিক সংগঠন।
বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে বঙ্গবন্ধু জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহি কর্মকর্তা মোহাম্মদ মামুন শিবলীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উহ্লাচিং মার্মা।
বিষেশ অতিথি হিসেবে উপস্থিত আছেন উপজেলা কৃষি অধিদপ্তরের কর্মকর্তা শাবাব ফারফান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বামংপ্রু মার্মা ও রুমা থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসাইন।
আর এদিকে পৃথক ভাবে রুমা উপজেলা আওয়ামী সহ অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, রেলী, সহ নানান আয়োজন করা হয়েছে।