বান্দরবানে রুমা উপজেলায় বিএনপি’র ২য় দফায় মাম্যাচিং মার্মা নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও বিশাল সমাবেশ আয়োজন করা হয়।
বাংলাদেশ সরকার আওয়ামীলীগ কর্তৃক জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যর মূল্য বৃদ্ধি এবং ভোলায় পুলিশের গুলিতে ছাত্র নেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দলের নেতা আব্দুর রহিম হত্যার প্রতিবাদে কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচি অংশ হিসেব রুমা উপজেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার (২৯শে আগস্ট) সকাল ১১ টায় পড়ুয়া সংলগ্ন থেকে বিক্ষোভ মিছিল বের করে রুমা উপজেলা ও বাজরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষীন করে রুমা বাজারে সমাপ্তি হয়।
পরে বাজারে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বান্দরবান জেলা কমিটি সভাপতি মাম্যাচিং মার্মা বক্তব্যে বললেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুষ্ঠ ও নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন হতে হবে। আওয়ামী লীগ সরকার রাতের বেলা ভোট চুরি করে ক্ষমতা ছিনিয়েছে।
তিনি আরোও বললেন, ঘরের আমার মা বোনেরা রান্না সময়ে পিয়াস কাটতে একবার কাঁদতে হয়। এখন বাজারে পিয়াস কিনার জন্য একবার আর রান্না জন্য পিয়াস কাটতে একবার কাঁদতে হয়।
শুধু পিয়াস নয়, বাজারে নিত্য প্রয়োজনীয় চাল, ডাল, তেল যে হারে মূল্য বৃদ্ধি হচ্ছে জনসাধারণ না খেয়ে মরতে হবে। এজন্য জনসাধারণ চোরের সরকারের উপর আস্থা হারিয়েছে। এজন্যই সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হলে বিএনপির জয়ের সুনিশ্চিত বলে জানান।
এতেই বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জাবেদ রেজা, জেলার বিএনপির সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন তুষার, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক আবিদুর রহমান, জেলা বিএনপির মহিলা দলের সাধারন সম্পাদক এ্যাড. উম্যাসিং মার্মা।
সমাবেশে সঞ্চালনা করেন বান্দরবান সদর উপজেলার বিএনপির কমিটির সাধারণ সম্পাদক চনুমং মার্মা।
সামাবেশে আরও অংশগ্রহন করেন, রুমা উপজেলা বিএনপি সহ সভাপতি ভানরৌপুই বম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক লুপ্রু মার্মা, সদর ইউনিয়ন কমিটির সভাপতি লিটন চক্রবর্তী সহ বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃ বিন্দুরা।
এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি’র কমিটির সভাপতি জিংসম লিয়ান বম।