কাউখালী উপজেলার তারাবুনিয়া গ্রামের এক স্কুল ছাত্র গতকাল মংগলবার বিকেলে ঘরে রংয়ের কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছে বলে জানা যায়।
জানা যায়, উপজেলার ৪ নং কলমপতি ইউনিয়নের তারাবুনিয়া গ্রামের বাসিন্দা আমেশি মারমার ছেলে অংচশিং মারমা (১৫) এবারের এসএসসি পরীক্ষার্থী পাশের গ্রামের জনৈক লোকের বাড়িতে ঘরের রংয়ের কাজ করতে যায়। কাজ করা অবস্থায় বিকাল বেলা সাড়ে চারটার দিকে হটাৎ করে বিদ্যুৎ তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।
খবর পেয়ে এলাকার লোকজন সংগে সংগে তাকে সিএনজি অটোরিকশা করে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মোঃ নাসির তাঁকে দ্রুত ইসিজি করেন এবং পরে তাকে বিকাল সারে পাচটার সময় মৃত ঘোষণা করেন।
পরে মৃত অংচশিং মারমা কে সন্ধ্যার সময় কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হতে তার পরিবার সিএনজি অটোরিকশা যোগে তার গ্রামের বাড়ি কলমপতি তারাবুনিয়া নিজ বাড়িতে নিয়ে যায়।