কাপ্তাইয়ে যুবলীগ নেতা উক্যাসিং মারমাকে মারধরের প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা যুবলীগ।
মঙ্গলবার সকালে পৌরসভা চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে প্রতিবাদ সমাবেশ করে।
সমাবেশে নেতৃত্ব দেন জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী। জেলা যুবলীগ সভাপতি ও পৌর মেয়র আকবর হোসেন চৌধুরীর সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, জেলা যুবলীগ, সদর উপজেলা যুবলীগ,পৌর যুবলীগ,কাপ্তাই উপজেলা যুবলীগ,ওয়ার্ড যুবলীগ ও অংগ সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশ বক্তারা উক্যাসিং মারমার হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানায়।
বক্তারা বলেন, জামাত বিএনপি’র নৈরাজ্যে আজ দেশ অস্থিশীল পরিস্থিতির দিকে চলে যাচ্ছে। বিএনপি ও জামাত দেশ নিয়ে ষড়যন্ত্র শুরু করছে,তাই তাদের প্রতিহত করতে হবে। অহেতুক তারা সভা-সমাবেশ করে সাধারণ মানুষের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলছে।
গত ২৯ আগষ্ট ২০২২ বাংলাদেশ আওয়ামী যুবলীগ কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়নের ৩ নং ওয়ার্ড শাখার সহ সভাপতি উক্যাসিং মারমার উপর সন্ত্রাসী হামলা চালানো হয়।