রবিবার , ৬ এপ্রিল ২০২৫ | ৩রা আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

৮ দফা দাবিতে ক্লাস-পরিক্ষা বর্জন রাঙামাটি এটিআই শিক্ষার্থীদের

প্রতিবেদক
প্রতিনিধি, রাঙামাটি
এপ্রিল ৬, ২০২৫ ৬:১২ অপরাহ্ণ

‘ডিপ্লোমা কৃষিবিদ, এক হও লড়াই করো, অধিকার আদায় করো’ এ স্লোগানকে সামনে রেখে আট দফা দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করেছে রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের (এটিআই) শিক্ষার্থীরা। আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে উচ্চশিক্ষার দাবি যুক্তিক বলে মন্তব্য করেন রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপসহকারী প্রশিক্ষক আহসানুল হক। তিনি বলেন, আমাদের ১৯টি পদে কর্মরত শিক্ষক মাত্র ৬ জন। শূন্য পদগুলোতে পদায়ন করার আহ্বান জানান তিনি।

রোববার (৬ এপ্রিল) সকাল ১০টায় রাঙামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রাঙ্গণে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি অব্যাহত থাকবে ও আগামীকাল থেকে ৮ দফা দাবি আদায়ের অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা করেন শিক্ষার্থীরা।

সাংবাদিকের এক প্রশ্নের জবাবে রাঙ্গামাটি কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের উপসহকারী প্রশিক্ষক আহসানুল হক বলেন, অবশ্যই তাদের দাবি সমূহ যৌক্তিক। কারন তাদের উচ্চশিক্ষার দাবি করা বা উচ্চশিক্ষার সুযোগ নেয়াটা যুক্তিক দাবি। এছাড়া আমাদের যে অবস্থা। রাজধানী বা তার আশেপাশে প্রশিক্ষণ কেন্দ্রগুলিতে পদের থেকেও সংযুক্তিতে অতিরিক্ত প্রশিক্ষক আছেন। আর আমাদের এখানে সব মিলিয়ে উনিশটি পদ। এই ১৯টি পদে কর্মরত আছি মাত্র ৬ জন। স্টুডেন্ট রয়েছেন ২৭৯ জন। এই খাতে বৈষম্য তুলে ধরে তিনি বলেন, একটি সেমিস্টারে সতটা, আটটা সাবজেক্টে রয়েছে। সে হিসেবে এক একজন শিক্ষক দুইটা সাবজেক্ট করে ক্লাস নিতে হয়। আমাদের শূন্য পদে নিয়োগের জন্য সবসময়ই বলে যাচ্ছি।

কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের কেন্দ্রীয় প্রতিনিধি ফয়সাল বিন ফারুক বলেন, সারা দেশের কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হয়ে আসছে। তারই ধারাবাহিকতায় কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট রাঙ্গামাটি এটিআইয়ের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করে এবং আগামীকাল থেকে ৮ দফা দাবি আদায়ের অবস্থান কর্মসূচি পালন করবে।

তার প্রেক্ষিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীরা নিজেদের আট দফা দাবি চূড়ান্ত করে এবং বিভিন্ন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করে। শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি ও আলোচনা সভা করে। কিন্তু তারা এখন পর্যন্ত সরকার থেকে কোনো নোটিশ না পাওয়ায় নিজেদের অধিকার আদায়ের জন্য কঠোর কর্মসূচি ঘোষণা করে। সারা দেশে কৃষি ডিপ্লোমা ছাত্র অধিকার আন্দোলনের ব্যানারে তারা আন্দোলনের ডাক দেয়।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ দিতে হবে, উপ সহকারী কৃষি কর্মকর্তাকে দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেট প্রকাশ করে প্রজ্ঞাপন জারি করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নের জন্য শিক্ষক সংকট দূর করতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষাকে ডি.এ.ই অধীনস্থ থেকে বের করে সম্পূর্ণভাবে কৃষি মন্ত্রণালয়ের আলাদা প্রতিষ্ঠান করতে হবে, সকল কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি শুধুমাত্র ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত করতে হবে, ডিপ্লোমা কৃষিবিদদের বেসরকারি চাকরির ক্ষেত্রে ন্যূনতম দশম গ্রেডের পে-স্কেলে বেতন দিতে হবে, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদেরকে মাঠ সংযুক্তি ভাতা প্রদান করতে হবে, উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে প্রবেশের পর ছয় মাসের ফাউন্ডেশন ট্রেনিংয়ের ব্যবস্থা করতে হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

অন্তর্বর্তীকালিন সরকারের ঘাড়ে রগকাটা জঙ্গি ভূত চেপে বসেছে– হাবিব উন নবী খান সোহেল

রূপসী বাংলা আলোকচিত্র প্রতিযোগিতায় প্রথম চট্টগ্রামের সাংবাদিক এম হায়দার আলী

রাঙামাটিতে ছাত্র অধিকার পরিষদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগড়ে ৫ ইটভাটায় আড়াই লাখ টাকা জরিমানা

কাউখালীর নিম্নাঞ্চল প্লাবিত,পানির নীচে আশ্রয়ন প্রকল্পের ঘর

কাপ্তাই বিএফআইডিসিতে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) মাহফিল অনুষ্ঠিত 

বান্দরবানে ত্রিপুরাদের ওপর হামলা ও ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ায় তীব্র নিন্দা প্রকাশ পার্বত্য উপদেষ্টার

রাবিপ্রবি’র ভিসি সেলিনা আখতারের পদত্যাগ দাবি

কক্সবাজারে জাগ্রত জালালাবাদ কার্যকরি কমিটির নেতৃত্বে ইব্রাহীম-রুবেল

বিলাইছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ে মা দল গঠন বিষয়ক সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: