রাঙামাটিতে স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর ফাইনাল ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়। স্বর্ণটিলা যুব সংঘ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে শুক্রবার বিকেল ৪ ঘটিকায় ফাইনাল খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণী করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্মবিষয়ক সম্পাদক, সাবেক সিনিয়র যুগ্ন জজ ও রাঙামাটি জেলা বিএনপির সাবেক সভাপতি দীপেন দেওয়ান। এসময় তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়ারদের মাঝে শুভেচ্ছা বিনিময় ও পুরস্কার বিতরণ করেন।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, রাঙামাটি পৌরসভার (সাবেক) সফল মেয়র ও রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভুট্টো, রাঙামাটি জেলা বিএনপির সহ সভাপতি ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম পনির, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাবু রনেল দেওয়ান ও জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আলী আকবর সুমন।