সারা দেশের মতো পাহাড়ী জনপদ রাঙামাটির নানিয়ারচরেও সনাতনী ধর্মালম্বীদের ধর্মীয় উৎসব জগন্নাথ দেবের রথ যাত্রা উৎসব পালিত হয়েছে।
১ জুলাই (শুক্রবার) বিকেল ৩ টায় নানিয়ারচর সনাতনী ধর্মালম্বীদের উদ্যোগে নানিয়ারচর শ্রী শ্রী জগন্নাথ মন্দির হতে নানিয়ারচর মডেল সরকারি উচ্চ বিদ্যালয় এলাকা হয়ে ভগবান জগন্নাথ-বলভদ্র ও সুভদ্রার মূর্তি বহনকারী একটি রথ প্রদক্ষিণ হয় এবং নানিয়ারচর সেতু হয়ে পূনরায় মন্দির প্রাঙ্গনে মিলিত হয়।
মন্দির কমিটির সভাপতি অশোক তালুকদার ও সাধারণ সম্পাদক পরিক্ষিত দেবনাথের এর সার্বিক তত্বাবধানে রথযাত্রা শুরুর আগে শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সামনে ওই মন্দিরের পুরোহিত সুমন চক্রবর্তী সনাতনী ধর্মালম্বীদের নিয়ে ধর্মীয় আনুষ্ঠানিকতা পালন করে।