খাগড়াছড়ির দীঘিনালা উপজেলা প্রধান সড়কে গাড়ি পাকিং করে রেখেছে দেশের বিভিন্ন স্থান হতে আগত পর্যটকবাহী গাড়ি। এ-সব পাকিং এর ফলে ঘটতে পারে বড় দুর্ঘটনা। পথচারীদের চলাচল বিঘ্নিত হচ্ছে। সড়কের শৃঙ্খলা বিনষ্ট হলে ঘটতে পারে বড় বড় ধরনের দুর্ঘটনা।
সরেজমিনে দেখা যায়, এই উপজেলার ব্যস্ততম সড়কের মধ্যে খাগড়াছড়ি, বাঘাইছড়ি ও সাজেক সড়ক’টি সরু হওয়ায় যান চলাচল বেগ পেতে হয়। এদিকে দীঘিনালা কলেজের নিচে লারমা স্কোয়ারে পর্যটকবাহী গাড়িগুলো মূল সড়কেই পাকিং করে রাখা হয়েছে। এতে করে পথচারীদের হাঁটতে সমস্যা দেখা দিয়েছে। বিপরীতদিক থেকে আসা যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে।
স্থানীয় একাধিক পথচারী জানান, এভাবে সড়কে গাড়ি পাকিং করে রাখা হলে চলাচল অসুবিধা হয়। গাড়িগুলো সড়ক থেকে সরিয়ে নেওয়া দরকার।