রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা শিক্ষা বিভাগের সহযোগিতায় বুধবার (১২ জুলাই ) এবং বৃহস্পতিবার (১৩ জুলাই) উপজেলার ৫ টি ভ্যেনুতে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা হয়।
এতে ২০২২ এবং ২০২৩ এ শিক্ষা, সাংস্কৃতিক ও ক্রীড়ার ৩০ টা ইভেন্টে ৭০ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৪ শতাধিক প্রতিযোগী অংশ নেন।
এদিকে বৃহস্পতিবার বেলা আড়াই টায় কাপ্তাই উপজেলা পরিষদ মিলনায়তনে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে সনদপত্র ও পুরস্কার বিতরণ করেন কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মফিজুল হক।
কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে এর সভাপতিত্বে উপস্থিত শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ঝুলন দত্তের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার আশীষ কুমার আচার্য্য।


















