দীর্ঘদিন ধরে বান্দরবান সদর উপজেলার কিশোর গ্যাং স্টার কাজে লিপ্ত ও একাধিক মামলা আসামি রকি বড়ুয়া ওরফে রকি ভাই (২৫) নামের অবশেষে পুলিশ হাতে গ্রেপ্তার হয়েছে।
এসময় তার সহযোগী মোহাম্মদ ইমরান (২২) কে আটক করা হয়। এ চক্রটি মাদক ব্যবসা, চুরি, ছিনতাই সহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ডা চালিয়ে আসছিল বলে জানিয়েছেন পুলিশ।
গতকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারী ) সন্ধ্যায় সদর উপজেলার ৪ং সুলায়ক এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এ বিয়য়ে শনিবার (০৮) দুপুরে সাংবাদিকদের জানিয়েছেন জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম।
অভিযুক্ত আসামি রকি বাজালিয়া ইউনিয়নের রড়দুয়ারা রাজীব বড়ুয়া ছেলের আর তার সহযোগি ইমরান চট্টগ্রাম জেলা সাতকানিয়া মৃত আব্দুল হকের ছেলে।
পুলিশ জানায়, দীর্ঘদিন যাবত বান্দরবান সদর উপজেলা নব নির্মিত বান্দরবান বিশ্ববিদ্যালয় এলাকা ও হলুদিয়া বাজার এলাকার একটি সক্রিয় ক্রিমিনাল গ্যাং পরিচালনা করে আসছিল।
এ চক্রটি মাদক ব্যবসা চুরি ছিনতাইসহ স্থানীয় জনসাধারণের মাঝে ভয় ভীতি এবং ত্রাস সৃষ্টি করে আসছে। তাছাড়া রকি বড়ুয়ার বিরুদ্ধে চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানা আটটিও বেশি বিভিন্ন মামলা রয়েছে।
এ ব্যাপারে জেলা পুলিশ সুপার তারিকুল ইসলাম বলেন, একটি চক্র দীর্ঘদিন ধরে বান্দরবান বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার আশপাশ এলাকা চুরি, ছিনতাইসহ নানান অপরাধমূলক কাজ করে আসছিল বলে আমাদের কাছে অভিযোগ করেছে। তারই প্রেক্ষিতে গোয়েন্দা তৎপরতা চালিয়ে এই ঘটনা সাথে জড়িত থাকায় তাদেরকে আটক করি। তাছাড়াও এই চক্রটি সাথে কারা কারা জড়িত রয়েছে তাদেরকেও আইনের আওতা আনা হবে।
তিনি আরও বলেন, ইতিপূর্বে যেসব এলাকা এই ধরনের অপরাধ কর্মকান্ড ঘটিয়েছে ওই এলাকাতে মোবাইল টিম ও গোয়েন্দা শাখার নজরদারিতে আছে।