খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় অনুষ্ঠিত হয়েছে প্রথম উপজেলা কাব ক্যাম্পুরী ও ৪র্থ স্কাউট সমাবেশ ২০২৬ ক্যাম্পফায়ার ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।
সমাপনী দিনের সন্ধ্যায় আয়োজিত ক্যাম্পফায়ার অনুষ্ঠানে কাব ও স্কাউট সদস্যদের অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। আগুন জ্বালিয়ে স্কাউটিংয়ের ঐতিহ্যবাহী ক্যাম্পফায়ারের মাধ্যমে শুরু হয় সমাপনী অনুষ্ঠান। পরে কাব ও স্কাউট সদস্যদের পরিবেশনায় নৃত্য, গান, আবৃত্তি ও দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শক ও অতিথিদের ব্যাপকভাবে মুগ্ধ করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু রায়হান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার সৈয়দ আব্দুল মান্নান, বাংলাদেশ স্কাউট চট্টগ্রাম অঞ্চলের সম্পাদক শাহনেয়াজ আলী মির্জা, খাগড়াছড়ি জেলা স্কাউট রোভার মোঃ দুলাল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি স্কাউট সম্পাদক দয়া শান্তি চাকমা, চট্টগ্রাম অঞ্চলের উপ-কমিশনার জয়নাল আবেদিন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, স্কাউট লিডার, অভিভাবক,স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, গণমাধ্যমেরকর্মী।
অনুষ্ঠানে অতিথিরা তাঁদের বক্তব্যে বলেন, কাব ও স্কাউট আন্দোলন শিশু-কিশোরদের নৈতিকতা, শৃঙ্খলাবোধ, নেতৃত্বগুণ ও সামাজিক দায়িত্ববোধ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। বর্তমান প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রেখে দেশপ্রেমিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে স্কাউটিংয়ের বিকল্প নেই বলেও তারা উল্লেখ করেন।
তারা আরও বলেন, এ ধরনের কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শিশু-কিশোরদের মাঝে পারস্পরিক সহযোগিতা, দলগত কাজ ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন অব্যাহত রাখার আহ্বান জানান বক্তারা।
তিন দিনব্যাপী এই সমাবেশে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কাব ও স্কাউট দল অংশগ্রহণ করে। সমাবেশে কাব ও স্কাউটদের জন্য দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণ, খেলাধুলা, দলীয় কার্যক্রম, শৃঙ্খলা চর্চা ও নেতৃত্ব বিকাশমূলক নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সবশেষে অংশগ্রহণকারী কাব ও স্কাউট সদস্যদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়। আনন্দঘন পরিবেশ ও শৃঙ্খলার মধ্য দিয়ে সমাপ্ত হওয়া এই সমাবেশ মহালছড়ি উপজেলার স্কাউটিং আন্দোলনে একটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।


















