আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ নং রাঙামাটি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলীয় সূত্রে জানা গেছে, সাংগঠনিকভাবে বিভিন্ন স্তরে গোপন বেলটের মাধ্যমে ভোটগ্রহণ এবং ব্যাপক জনজরিপ পরিচালনার পর কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী রাঙামাটি বারের সিনিয়র আইনজীবি, জেলা আইনজীবি সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট মোখতার আহমেদকে প্রার্থী ঘোষণা করা হয়। বিষয়টি নিশ্চিত করেন রাঙামাটি জেলা জামায়াতের আমির অধ্যাপক আব্দুল আলিম।
সংগঠনের পক্ষ থেকে জানাযায়, জনমতের ভিত্তিতে প্রার্থী নির্বাচনের প্রক্রিয়াটি দীর্ঘদিন ধরে চলছিল। বিভিন্ন স্তরের নেতা-কর্মীদের মতামত ও ভোটগ্রহণের মাধ্যমে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, মোখতার আহমেদের জনপ্রিয়তা ও সাংগঠনিক দক্ষতা আসন্ন নির্বাচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা প্রত্যাশা করেন।
জামায়াতের জেলা আমির অধ্যাপক আব্দুল আলিম বলেন, আজ বৃহস্পতিবার বিকালে রাঙামাটি জেলা জামায়াত কার্যালয়ে জেলা উপজেলার দায়িত্বশীলদের এক সমাবেশে কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য অধ্যাপক আহসান উল্লাহ কেন্দ্রের পক্ষ থেকে আগামী জাতীয় নির্বাচনে অ্যাডভোকেট মোখতার আহমেদকে প্রার্থী হিসাবে ঘোষণা করেন।