বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে পূজি করে অতিরিক্ত ভাড়া আদায়ে জনজীবনে দুর্ভোগ কমাতে জুরাছড়ি উপজেলা প্রশাসন অভ্যন্তরীণ ভাড়া নির্ধারণ করে দিয়েছে।
মঙ্গলবার উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, থানা প্রতিনিধি, যক্ষা বাজার সেনা ক্যাম্পের সিনিয়র ওয়ারেন্ট অফিসারসহ স্থানীয় সাংবাদিক, লঞ্চ মালিক সমিতি প্রতিনিধি মোঃ রাসেল, মোটরসাইকেল মালিক সমিতির সভাপতি অং রাখাইন, সাধারণ সম্পাদক রাজেশ চাকমা, সিএনজি মালিক সমিতির প্রতিনিধি প্রদীপ্ত চাকমা, বাবুল চাকমাসহ চালক সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।
যথাযথ ভাড়া নির্ধারণে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ। মঙ্গলবার সামিরা এলাকায় হিরো রাজ্য ও স্নেহ কুমার চাকমা সকলের সহনশীল ভাড়া নির্ধারণ হয়েছে বলে জানান।
মোটরসাইকেল চালক সমিতির সভাপতি রাজেশ চাকমা ও সাধারণ সম্পাদক অং রাখাইন বলেন, প্রশাসনের নির্ধারিত ভাড়ায় আমরা যাত্রী বহন করছি।
তবে দ্রব্য মূল্য বৃদ্ধি বিবেচনায় পূর্বের ভাড়া স্থিতিশীল করার জন্য আবেদন জানাবো।
উপজেলা নির্বাহী অফিসার জিতেন্দ্র কুমার নাথ বলেন, সাধারণ জনগনের কথা বিবেচনা করে উভয় পক্ষের মতামতের ভিত্তিতে ভাড়া নির্ধারণ করা হয়েছে। যাতে কারো ক্ষতিগ্রস্ত না হয়।
উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা বলেন সকলের মোতামতের নির্ধারিত ভাড়া কোন পক্ষে ক্ষতি হওয়ার নয়।