জুরাছড়ি উপজেলায় বনযোগীছড়া কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন, ঢেউটিন, সোলার, নগদ অর্থ, শিক্ষা সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বনযোগীছড়া উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত সভায় বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, বিশেষ অতিথি জুরাছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জুলকিফলী আরমান বিখ্যাত পিএসসি, উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা, রেমলিয়ানা পাংখোয়া, স্থানীয় হেডম্যান করুনা ময় চাকমাসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তি উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী বনযোগীছড়া ইউনিয়নে পৌঁছে প্রথমে বনযোগীছড়া কমিউনিটি সেন্টারের ভিত্তি প্রস্তর স্থাপন করেন।
পরে আলোচনা সভায় যোগদান করেন তিনি। এ সময় আলোচনা সভা শেষে সমাজ সেবা অধিদপ্তরে উদ্যোগে গরিব ও হত দরিদ্র ১৩ পরিবার ও ৪ শিক্ষার্থীকে তিন হাজার পাঁচ শত টাকা করে ৫৯ হাজার ৫শত টাকা, সোলার ৫ জনকে, দুই বান্ডিল করে ঢেউ টিন ৩ জনকে বিতরণ করা হয়।