আগুনে পুড়েছে রাঙামাটির জুরাছড়ি উপজেলা শহরের বাজারটি।
রবিবার বিকাল সাড়ে তিনটার দিকে এ আগুনের সূত্রপাত হয়েছে জানিয়েছে স্থানীয়রা। উপজেলায় ফায়ার সার্ভিসের কোন অফিস না থাকায় ক্ষয়ক্ষতি বেশি হয়েছে। ইতিমধ্যে ৪০ টির অধিক দোকান ও বসত ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
এ প্রতিবেদন লিখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। স্থানীয় ও সেনাবাহিনী পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
জুরাছড়ি থানার ওসি মোঃ শফিউল আজম জানান, তদন্ত চলছে। আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্তশেষ জানা যাবে।