স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়ে জয়ী হয়েছেন ৪ ইউপি চেয়ারম্যান। শপথ নিতে ডাক পড়েছিল জেলা প্রশাসকের কার্যালয়ে। কিন্তু শপথ শেষে যে হাতে ফুল নিয়ে ফিরছিলেন, সে হাতেই হাতকড়া পরিয়েছে পুলিশ। হত্যা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাই বাড়ি নয়, তাদের নতুন ঠিকানা এখন জেলা হাজত।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউপি চেয়ারম্যান কানন চাকমা, নানিয়ারচর উপজেলার ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান অমল কান্তি চাকমা, বুড়িঘাট ইউপি চেয়ারম্যান প্রমোদ খীসা ও সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা।
গতকাল মঙ্গলবার বিকালে শপথ অনুষ্ঠান শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান ও জনসংহতি সমিতির (জেএসএস) সংস্কারবাদী দলের নেতা অ্যাডভোকেট শক্তিমান চাকমার হত্যা মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি হওয়ায় তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।
জানা যায়, ২০১৮ সালের ৩ মে তার বাসভবন থেকে মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার পথে দুর্বৃত্তদের গুলিতে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শক্তিমান চাকমা নিহত হন। মামলায় ওই চার ইউপি চেয়ারম্যানকে আসামির তালিকায় দেওয়া হয়।
এতে দীর্ঘদিন আত্মগোপনে থাকার পর জামিনে থাকা অবস্থায় ২০২১ সালের ২৬ ডিসেম্বর চতুর্থ ধাপে নির্বাচনে চারজনই স্বতন্ত্র প্রার্থী হয়ে আবার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। গতকাল জেলা প্রশাসক কার্যালয়ে নির্ধারিত সময়ে শপথ নেন তারা। এর পর সেখান থেকে বেরিয়ে ফেরার পথে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।রাঙামাটির পুলিশ সুপার মীর মোদ্দাচ্ছের হোসেন বলেন, গ্রেপ্তার চার ইউপি চেয়ারম্যান সবাই শক্তিমান চাকমার হত্যা মামলার আসামি।
মামলায় ওয়ারেন্ট জারি থাকায় তাদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। জেলা প্রশাসক মো. মিজানুর রহমান বলেন, মঙ্গলবার নির্ধারিত সময়ে শপথ নেওয়ার পর তারা সবাই অনুষ্ঠানস্থল ত্যাগ করে বেরিয়ে গেছেন। এদিকে আসামিদের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নামঞ্জুর করে চারজনকেই জেলা কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন বলে জানা গেছে।