বাণিজ্য মন্ত্রনালয় অধীনস্থ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাঙামাটি জেলা কার্যালয়ের সহকারী পরিচালক রানা দেব নাথ কর্তৃক ২৪ (অক্টোবর) সোমবার রাঙামাটি বনরুপা বাজার এলাকায় তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।
এসময় ভোক্তা -অধিকার লঙ্ঘন করার অপরাধে ২টি প্রতিষ্ঠানকে মোট ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
মাস্টারশেফ রেস্টুরেন্টেকে ভোক্তা অধিকার আইন ২০০৯, এর ৫২ ধারা অনুযায়ী sesame oil এর গায়ে দাম, উৎপাদনের তারিখ ও মেয়াদোত্তীর্ণে তারিখ না থাকায় সর্তকতামূলক ভাবে ৩ হাজার টাকা জরিমানা ও খাজা গরীবের নেওয়াজ পল্ট্রি ফার্মকে ভোক্তা অধিকার আইন ২০০৯, এর ৩৮ ধারা অনুযায়ী মূল্য তালিকা হালনাগাদ না থাকায় ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে উপস্থিত থেকে সহযোগিতা করেন মোঃ শওকত আলী জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সিভিল সার্জন অফিস ও জেলা পুলিশের একটি চৌকশ টিম।
জনস্বার্থে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এরূপ অভিযান চলমান থাকবে।