সমাজের গরিব অসহায় গৃহহীনদের জন্য একটু নিরাপদ নীড়ের জন্য ব্যাবস্থা করল আল মানাহীল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ নামে একটি সংস্থা।
সোমবার বিকালে কাউখালীর সিমান্তবর্তী রাউজান উপজেলার ঢালার মুখ নামক স্থানে ১০ টি পরিবারের মাঝে এই গৃহ প্রদান করা হয়।
আল মানাহীল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ এর ব্যাবস্থাপনায় গরীব অসহায় গৃহহীন পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি প্রদান করা উপলক্ষে এক আলোচনা সভা সংস্থাটির চেয়ারম্যান হেলাল উদ্দিন জমিরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের রেলপথ মন্ত্রনালয় সম্পর্কিত সংসদিয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী এমপি।
এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা পরিষদ চেয়ারম্যান এহসানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌরসভার মেয়র মোঃ জমিরউদ্দীন পারভেজ, রাউজান উপজেলা নিবাহী অফিসার আবদুল সামাদ সিকদার, উপজেলা সহকারী কমিশনার ( ভুমি) রেদোয়ানুল হক, চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সাধারণ সাধারন সম্পাদক মিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর, রাউজান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) আবদুল্যাহ আল হারুন।
এ সময় আরো উপস্থিত ছিলেন রাউজান পৌর কাউন্সিলর কাজি মোঃ ইকবাল, কাউন্সিলর মোঃ জসিম উদ্দিন সহ বিভিন্ন দপ্তরের প্রতিনিধি, স্থানীয় গন মাধ্যম কর্মী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি বৃন্দ এবং এলাকার সর্বস্তরের লোকজন।
পরে আলোচনা সভা শেষে প্রধান অতিথি কতৃক ১০ টি গৃহহীন পরিবারের সদস্যদের হাতে নতুন ঘরের চাবি হস্তান্তর করা হয়।