পর্যটন শিল্পের বিকাশে আরো একধাপ এগিয়ে গেলো রাঙামাটি। রাঙামাটি আসামবস্তী কাপ্তাই দৃষ্টি নন্দন সড়কের ৪টি সেতু আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে দিয়ে খুলে দেয়ায় যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে বলে জানান স্থানীয়রা।
২০১৭ সালে পাহাড় ধ্বসে ক্ষতি হওয়া সংযোগ সড়কের ১৮ নভেম্বর সকালে এই সেতু ৪টির উদ্বোধন করেন রাঙামাটির সংসদ সদস্য ও খাদ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর রাঙামাটির নির্বাহী প্রকৌশলী আহাম্মদ শফি, রাঙামাটি জেলা আওয়ামী লীগ সদস্য বাবলা মিত্র, সাবেক কৃষি কর্মকর্তা কাজল তালুকদার, ঠিকাদারী প্রতিষ্ঠান এস,এস, ট্রেডার্সের স্বত্তাধিকারী মোঃ জসিম উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এলজিইডির নির্বাহী প্রকেশলী জানান, আসামবস্তী কাপ্তাই দৃষ্টি নন্দন এই সড়কটি ২০১৭ সালে পাহাড় ধ্বসে অনেক ক্ষতি গ্রস্থ হয়েছে। পরবর্তীতে সংসদ সদস্যের অনুরোধে ঝুঁকিপুর্ণ ৪টি স্থানে ১৫ কোটি টাকা ব্যয়ে ব্রীজ নির্মাণ করা হয়েছে। দ্রুত সময়ের মধ্যে রাস্তার বাকী কাজগুলো শেষ হবে।