রাঙামাটির নানিয়ারচরে আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে (২০-২১) অর্থবছরে আউশ প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করেছে নানিয়ারচর উপজেলা কৃষি বিভাগ।
সোমবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে উপজেলার ৪টি ইউনিয়নের সুবিধাভোগী ৫০০ জন কৃষকের মাঝে উচ্চ ফলনশীল আউশ ধান বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন নানিয়ারচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফজলুর রহমান।
কৃষি অধিদপ্তর হতে জানা যায়, উপজেলার ৪টি ইউনিয়ন হতে তালিকাভুক্ত এসব কৃষককে ৫০০ বিঘা জমির বিপরীতে আউশ ধানের আবাদ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। এই কর্মসূচির আওতায় প্রতি কৃষককে ৫ কেজি উচ্চ ফলনশীল ধানের বীজ, ২০ কেজি ডিএপি সার ও ১০ কেজি হারে এমওপি সার বিতরণ কাজ চলছে।