সীমান্ত পরিবার কল্যাণ সমিতি( সীপকস) কাপ্তাই উপ শাখার এর উদ্যোগে শনিবার কাপ্তাই ওয়াগ্গাছড়া ৪১ বিজিবি সদর দপ্তরে স্থানীয় ৫০ টি গরীব, দুঃস্থ ও অসহায় পরিবারের মাঝে ২ টি করে মোট ১শত’ টি কম্বল বিতরণ করা হয়েছে ।
উপ-শাখা সীপকস, রাঙামাটি এর সহ-সভানেত্রী সুলতানা রাজিয়া উপস্থিত থেকে অসহায়ের মাঝে শীতবস্ত্র তুলে দেন।
বিতরণ অনুষ্ঠানে সীপকস কাপ্তাই উপশাখার সাধারণ সম্পাদিকা মৌটুসী খন্দকার এবং সমন্বয়কারী কাপ্তাই ৪১ বিজিবির মেডিকেল অফিসার মেজর কাজী সামিউর রহমান উপস্থিত ছিলেন।
বিতরণ অনুষ্ঠানে সভানেত্রী সুলতানা রাজিয়া বলেন, সীপকস সবসময় আত্মমানবতার সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করে থাকে।