সোমবার , ১২ ডিসেম্বর ২০২২ | ১৮ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ
  1. অর্থনীতি
  2. আইন ও অপরাধ
  3. উন্নয়ন খবর
  4. এক্সক্লুসিভ
  5. এনজিও
  6. করোনা আপডেট
  7. কৃষি ও প্রকৃতি
  8. ক্রীড়া ও সংস্কৃতি
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. খাগড়াছড়ি
  11. খোলা জানালা
  12. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  13. জাতীয়
  14. দুর্ঘটনা
  15. পর্যটন

জুরাছড়ির দুর্গম এলাকায় পানি সরবরাহ লাইন উদ্বোধন 

প্রতিবেদক
সুমন্ত চাকমা, জুরাছড়ি, রাঙামাটি
ডিসেম্বর ১২, ২০২২ ৪:০১ অপরাহ্ণ

 

বাংলাদেশ সরকার ও দেশের উন্নয়ন-সহযোগী জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) অর্থায়নে জুরাছড়ি মৈদং ইউনিয়নের মোন পাড়া ও বাদল হাট ছড়া গ্রামে জিএফএস পাইপ লাইনের পানি সরবরাহের প্রকল্প উদ্বোধন করা হয়েছে।

সোমবার (১২ ডিসেম্বর) সকালে বাদলহাটছড়া মাঠে প্রকল্প উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা। পরে স্থানীয় ওয়ার্ড সদস্য ধন রঞ্জন চাকমার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে জাইকার উপজেলা ফ্যাসিলিটেটর উৎপল তঞ্চঙ্গ্যা,মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, কার্বারী দয়া লাল চাকমা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য শুস্ক মৌসুমে পাড়াবাসীর তীব্র পানির সংকট দেখা দিত। এই সংকট দূর করতে ৫ লক্ষ ৬৩ হাজার প্রায় টাকার ব্যায়ে “তাগলক জলপ্রবাহ থেকে কাঠাল তলী পর্যন্ত পানি সরবরাহ” প্রকল্প বাস্তবায়ন করেন।এখন ঘরের উঠানে পানির পেয়ে পাড়াবাসী খুশি।

 

সর্বশেষ - আইন ও অপরাধ