বাঘাইছড়িতে ঐতিহাসিক ৭ ই মার্চ দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার পুরস্কার বিতরনীর মাধ্য দিয়ে যথাযোগ্য মর্যদায় দিবসটি পালিত হয়েছে।
আজ মঙ্গলবার ঐতিহাসিক ৭ই মার্চ দিবস উপলক্ষে সকাল ৯ ঘটিকায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে অবস্থিত বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শুরু হয় দিনের প্রথম কার্যক্রম। পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বাঘাইছড়ি পৌরসভা, উপজেলা ভুমি অফিস, মুক্তিযোদ্ধা কমান্ড, বাঘাইছড়ি থানা, বাঘাইছড়ি উপজেলা আওয়ামীলীগ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র জমির হোসেন। বিশেষ অতিথি হিসেনে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, মহিলা ভাইস চেয়ারম্যান সাগরিকা চাকমা, বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ আলী হোসেন, অফিসার ইনচার্জ শাহাদাৎ হোসেন, প্রেসক্লাবের সভাপতি দিলীপ কুমার দাশ, বিভিন্ন প্রশাসনিক দপ্তরের কর্মকর্তাগণ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ।
বক্তারা বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণের তাৎপর্য ও মহান মুক্তিযোদ্ধে ৭ই মার্চের ভাষণের ভুমিকা নিয়ে আলোচনা করেন।
আলোচনা সভা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গতকাল ৬ মার্চ বিভিন্ন প্রতিযোগিতায় (কবিতা, বক্তৃতা, রচনা ও ছবি আকা) বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।