রাঙামাটির কাপ্তাইয়ের রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২ টি মামলায় সর্বমোট ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার (১৪ মার্চ) দুপুর ১ টা হতে ২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট রুমন দে এই ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
এসময় পণ্যের গায়ে অগ্রিম তারিখ লিখে রাখায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর ৪৫ ধারায় রাইখালী বাজার মুন স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা আদায় করা হয় এবং মামলা দায়ের করা হয়।
এছাড়া বিক্রয় তালিকায় সঠিক মূল্য প্রর্দশন না করায় রাইখালী মেসার্স অরুণ স্টোরকে একই ধারায় ২ হাজার টাকা জরিমানা আদায় ও মামলা দায়ের করা হয়।
চন্দ্রঘোনা থানা পুলিশ এর সদস্যরা এসময় ভ্রাম্যমান আদালতকে সহায়তা করে।