রাঙামাটির কাপ্তাই উপজেলার ৩ নং চিৎমরম বাজারে খাদ্য অধিদপ্তর কর্তৃক চলমান ওএমএস কার্যক্রম পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার রুমন দে।
সোমবার (৩ এপ্রিল) সকাল সাড়ে ১১ টায় তিনি চিৎমরম বাজারে ওএমএস চাল বিক্রি কার্যক্রম পরিদর্শন করেন এবং উপকারভোগীদের হাতে চাল তুলে দেন।
পরিদর্শনকালে বড়ইছড়ি এলএসডি এর (খাদ্য গুদাম) ভারপ্রাপ্ত কর্মকর্তা নিপু চন্দ্র দাশ, পিআইও রুহুল আমিন, চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েশ্লিমং চৌধুরী, ট্যাগ অফিসার অংছাইনমং চৌধুরী, কাপ্তাই প্রেস ক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য উক্যসাই মারমা,সংরক্ষিত মহিলা সদস্য মিনুপ্রু মারমা সহ ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
এই সময় নিম্ম আয়ের অনেক মানুষকে লাইনে দাঁড়িয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে চাল ক্রয় করতে দেখা যায়।
কয়েকজন উপকারভোগী ক্রেতার সাথে কথা বললে তারা জানায়,চলমান ওএমএস কার্যক্রমে চাল ক্রয় করতে পারার কারণে তাদের জন্য অনেক সুবিধা হচ্ছে।তারা সরকারের কাছে এই ওএমএস কার্যক্রম চালু রাখার অনুরোধ জানান এবং চালের সাথে সাথে আটার বরাদ্দ দিলে আরো বেশি মানুষ উপকৃত হবে বলে জানান।