বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে সুরুত আলম (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
খবর পেয়ে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন।
মঙ্গলবার (৪ মার্চ) দুপুরে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের মিয়ানমার সীমান্তঘেঁষা চেরারমাঠ নিকোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তির নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের চেরারমাঠ এলাকার মৃত বাছা মিয়া ছেলের।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা।
স্থানীয়রা জানান, আজ দুপুরে সুরুত আলম দুপুরে ফাঁদ পেতে বন মোড়ক ধরতে মিয়ানমার সীমান্তে যান। সীমান্ত ঘেঁষা জঙ্গলে ফাঁদ পাতার সময় মিয়ানমার বাহিনীর পুতে রাখা স্থলমাইন বিস্ফোরণের তার বাম পায়ের গোড়ালি উড়ে গেছে। পরে স্থানীয়রা খবর পেয়ে ওই এলাকায় গিয়ে তাকে গুরুতর আহত অবস্থায় খুঁজে পান। তার পা গোড়ালি উড়ে যাওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন জায়গায় আঘাত প্রাপ্ত হয়েছেন।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) টান্টু সাহা বলেন, স্থলমাইন বিস্ফোরণে সুরুত আলম নামের ওই ব্যক্তি আহত হয়েছেন। তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।