খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় ৫শ জন কৃষক পেলেন ২২-২৩ খরিফ-১/২৩-২৪ মৌসুমের আউশ উচ্চ ফলন শীল (উফশী) জাতের ধানের বীজসহ বিভিন্ন ধরনের সার।
১০ এপ্রিল সোমবার সকাল সাড়ে ১০টায় কৃষি অফিস চত্বরে উপজেলার প্রতি ইউনিয়ন হতে ১২৫জন করে চার ইউনিয়নের মোট ৫০০ জন কৃষকদের মাঝে প্রতিজনকে আউশ উন্নত ফলন শীল (উফশী) ধানের বীজ ৫ কেজি , এমওপি ১০ কেজি, ডিএপি ১০ কেজি ও পটাশ ১০ কেজি করে সার বিতরণ করা হয়।
প্রণোদনা বিতরণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার মোঃ হাসিনুর রহমান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মোঃ জয়নাল আবেদীন।
আরো উপস্থিত ছিলেন উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ ইউনুচ নুর, উপ-সহকারী কৃষি কর্মকর্তা অমূল্য কুমার দাস, উপ-সহকারী কৃষি অফিসার বেলায়েত হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহছেনুল হক্ ও সাংবাদিক জুলফিকার আলি ভূট্টো প্রমূখ।
অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার বলেন, কৃষকরা দেশের অর্থনীতি ও খাদ্যের যোগান দিয়ে রেখেছে। বর্তমান সরকারও কৃষকদের জন্য আন্তরিকতার সঙ্গে সর্বোচ্চ সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার কৃষিকাজ ও কৃষকদের জন্য বিভিন্ন বরাদ্দ, সহযোগিতা ও প্রণোদনা দিয়ে যাচ্ছেন। তিনি কৃষকদের পাশে থেকে সহযোগিতা করার জন্য কৃষি অফিসের সকল কর্মকর্তাদের প্রসংশা করেন।