রাঙামাটির জুরাছড়ি উপজেলায় মাতৃভাষা ভিত্তিক চাকমা ভাষা বিষয়ক সঞ্জীবনী প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে।
আজ সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ এর অর্থায়নে উপজেলা শিক্ষা বিভাগের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণের উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রবর্তক চাকমা।
এ সময় উপজেলা শিক্ষা কর্মকর্তা কৌশিক চাকমার সভাপতিত্বে সহকারি শিক্ষা কর্মকর্তা রূপময চাকমা, পানছড়ি ভুবনজয় মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিত্যানন্দ চাকমা, রিসোর্স সেন্টারে ইন্সেট্রাক্টর মোঃ মরশেদুল আলম উপস্থিত ছিলেন ।
সাত দিন ব্যাপী প্রশিক্ষনে ৩০ জন শিক্ষক প্রশিক্ষণ গ্রহণ করছেন। এতে প্রশিক্ষক হিসেবে দীলিপ কুমার চাকমা ও তরুন চাকমা উপস্থিত ছিলেন।