জুরাছড়ি উপজেলায় দিন দিন ম্যালেরিয়া রোগী বৃদ্ধি পাচ্ছে। ম্যালেরিয়া বৃদ্ধি রোধে নিয়ে আসতে হলে প্রয়োজন এখন সামাজিক সচেতনতা তৈরী করতে হবে।
মঙ্গলবার(১৮ জুলাই) উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে উপজেলায় ম্যালেরিয়ার উপর জনপ্রতিনিধিদের নিয়ে জনসচেতনতা মূলক সভায় বক্তারা একথা বলেন।
উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার অনন্যা চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান সুরেশ কুমার চাকমা, বিশেষ অতিথি মহিলা ভাইস চেয়ারম্যান আল্পনা চাকমা, জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, মৈদং ইউপি চেয়ারম্যান সাধনা নন্দ চাকমা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা রিমেন চাকমাসহ চার ইউপি জনপ্রতিনিধি ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় বক্তরা বলেন, দুমদুম্যা ইউনিয়নে ম্যালেরিয়া বৃদ্ধির হার অনেক বেশি। এসব দুর্গম এলাকায় অসচেতনতার কারণে কিটনাশক যুক্ত মশারী অপব্যবহারে ম্যালেরিয়া বৃদ্ধির অন্যতম কারণ হিসেবে মনে করেন বক্তারা।
এ সময় ব্র্যাকের প্রতিনিধি পতেন্দ্র ত্রিপুরা, স্বাস্থ্য পরির্দশক প্রচারক চাকমা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের টেকসই সামাজিক সেবা প্রদান প্রকল্পের উপজেলা সমন্বয়ক বিনয় কৃষ্ণ চাকমা ও দুমদুম্যা ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড সদস্য বকুল বালা চাকমা বক্তব্য রাখেন।