কোতোয়ালী থানা জেলার ৫বারের শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে। ২০২৩ সালের জুলাই মাসে রাঙামাটি জেলার মাসিক অপরাধ পর্যালোচনা ও গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তিতে শ্রেষ্ঠ থানা নির্বাচিত হয়েছে জেলার কোতোয়ালী থানা।
বৃহস্পতিবার সকালে মাসিক কল্যাণ সভায় জেলার পুলিশ লাইনস সুখিনীলগঞ্জ কনফারেন্স রুমে পুলিশ সুপার রাঙামাটি এ ঘোষণা দেন।
পুলিশ সুপার মীর আবু তৌহিদ বিপিএম (বার) এর নিকট হতে পুরস্কার গ্রহন করেন কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন।
পুলিশ সুপার বলেন, সেবাই পুলিশের ধর্ম। তাই বাংলাদেশ পুলিশ সর্বদা জনগণের সেবক হিসেবে দিন রাত ২৪ ঘন্টা সেবা দিয়ে যাচ্ছে। ভাল কাজ করলে ভাল কিছু পাওয়া যায়। পরিশ্রম করলে অবশ্যই তার ফলাফল পাওয়া যায়। তাই দায়িত্বশীল মনোভাব নিয়ে কাজ করতে হবে। কাজেই প্রমান করে যোগ্য না অযোগ্য।
এসময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থও প্রশাসন) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহ এমরান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহ নেওয়াজ রাজু, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহেদুল ইসলামসহ জেলা পুলিশের অন্যান্য সিনিয়র অফিসারবৃন্দ।