জাতীয় শ্রমিক লীগ কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন শাখার দ্বি- বার্ষিক সম্মেলন মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকেলে রাইখালী বাজার সিএনজি স্টেশনে অনুষ্ঠিত হয়।
কাপ্তাই উপজেলা শ্রমিকলীগের সভাপতি শহিদুল্লাহ বাপ্পি এই সম্মেলনের উদ্বোধন করেন।
সম্মেলন প্রস্তুতি কমিটির আহবায়ক মোঃ সাহাব উদ্দিন এর সভাপতিত্বে সদস্য সচিব সৈয়দ আলম এর সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অংসুই ছাইন চৌধুরী।
সম্মেলেনে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আবু সরোয়ার সুমন।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বিদর্শন বড়ুয়া, যুগ্ম সম্পাদক আব্দুল ওহাব ও সুজন তনচংগ্যা ধনা, সদস্য এনামুল হক রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুইচাপ্রু মারমা, কোদালা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইসহাক সওদাগর, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ তালুকদার, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক থোয়াইপ্রু মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক
পরিমল দাশ,কাপ্তাই উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সেলিম চৌধুরী, রাইখালী ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মোঃ আরিফ, রাইখালী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আরিফুর ইসলাম এবং রাইখালী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ধ্রুবরাজ ভৌমিক।
সম্মেলনের ২য় অধিবেশনে মোঃ সাহাব উদ্দিনকে সভাপতি ও মোঃ সৈয়দ আলমকে সাধারণ সম্পাদক করে ১০ সদস্যের আংশিক কমিটি অনুমোদন দেয়া হয়।