‘স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলায় জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে যুব সমাবেশ, র্যালি, আলোচনা সভা, সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ করা হয়।
১ নভেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকায় উপজেলা পরিষদ চত্ত্বরে র্যালির শেষে উপজেলা সম্মেলন কক্ষে এম. জুলফিকার আলি ভূট্টোর সঞ্চালনায় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলওয়াত করেন
পবিত্র মুহাম্মদ ওমর ফারুক।
গীতা পাঠ করেন যুব উন্নয়ন অধিদপ্তর মানিকছড়ি অফিসের ক্যশিয়ার সানিমা চৌধুরী এবং পবিত্র ত্রিপিটক পাঠ করেন মানিকছড়ি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান থোয়াই অং প্রু মারমা।
স্বাগত বক্তব্য রাখেন যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকতা দেন প্রসাদ দত্ত। এসময় তিঁনি মানিকছড়ি যুব উন্নয়নের বিভিন্ন কার্যক্রম পরে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক প্রশিক্ষণ প্রাপ্তদের মাঝে সনদপত্র বিতরণ ও যুব উদ্যোগক্তাদের মাঝে ঋণ বিতরণ করা হয়।
এসময় বক্তারা স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে তরুণদের অংশগ্রহণ সম্পর্কে গুরুত্বারোপ করেন।