শনিবার, মার্চ ২৫News That Matters

আবারও প্রানচাঞ্চল্য কাপ্তাইয়ের শিক্ষা প্রতিষ্ঠান

শেয়ার করুন:

 

ঝুলন দত্ত, কাপ্তাই।

কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর দশম শ্রেণীর তিন বন্ধু অর্নিবান, জিৎ, থিং মারমার সাথে মঙ্গলবার(২২ ফেব্রুয়ারী) সকালে কথা হলো চন্দ্রঘোনা কুষ্ঠ হাসপাতাল সংলগ্ন চত্বরে। তারা অন্যান্য বন্ধুদের মতো স্কুলে যাবার জন্য স্কুল বাসের জন্য অপেক্ষা করছে। তারা জানালাম দ্বিতীয় ধপায় এক মাসের অধিক স্কুল বন্ধ থাকার পর আজ স্কুলে যেতে পেরে আমরা অনেক খুশি। ঐ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী সামি, দ্বীপশিখা, বাঁধনও অনেক উচ্ছ্বসিত আবারও স্কুলে যেতে পেরে।

করোনার দ্বিতীয় টেউ আসার পর দীর্ঘ এক মাসের অধিক সময় শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার পর দেশের অন্যান্য স্থানের মতো মঙ্গলবার কাপ্তাইয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠান সমুহের ক্লাস শুরু হয়েছে।

মঙ্গলবার সকালে কাপ্তাই নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ এর গিয়ে দেখা যায়, সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে শিক্ষার্থী হ্যান্ডস্যানিটাইজার ব্যবহার করে মুখে মাস্ক পড়ে ক্যাম্পাসে প্রবেশ করছেন।

এই প্রতিষ্ঠানের অধ্যক্ষ কমান্ডার এম নুরে আলম ছিদ্দিকী জানান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ২০ টি গাইড লাইন মেনে আজ হতে আমরা ক্লাস শুরু করেছি।

কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া জানান, যথাযথ স্বাস্থ্য বিধী মেনে আজ হতে আমরা পাঠদান কার্যক্রম শুরু করেছি।

কাপ্তাই উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নাদির আহম্মদ জানান, শিক্ষা মন্ত্রনালয়ের নির্দেশনা মেনে যাতে শিক্ষা প্রতিষ্ঠান সমুহ ক্লাস পরিচালনা করে সেইজন্য আমরা মনিটরিং করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *