রাঙামাটিতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে স্বাধীন বাংলাদেশের প্রথম জাতীয় সংসদের সদস্য এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির প্রতিষ্ঠাতা মানবেন্দ্র নারায়ণ লারমার (এমএন লারমা) ৪০ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
শুক্রবার সকালে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে স্মরণসভা আয়োজন করে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটি।
স্মরণ সভায় শোক প্রস্তাব পাঠ করেন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সাধারণ সম্পাদক নগেন্দ্র চাকমা।
এসময় পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি রাঙামাটি জেলা কমিটির সভাপতি ডা.গঙ্গা মানিক চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণ সভায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সভাপতি ঊষাতন তালুকদার।
বিশেষ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিক্ষাবিদ শিশির চাকমা, সিএইচটি হেডম্যান নেটওয়ার্কের সহ-সভাপতি অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম মহিলা সমিতি সাংগঠনিক সম্পাদক মনি চাকমা, পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নিপন ত্রিপুরা সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মী, রাজনৈতিক ব্যক্তিত্ব,শিক্ষক, কবি, সাহিত্যিক, মানবাধিকার কর্মী, সাংবাদিক, ছাত্র- যুব সমাজ ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।
এর আগে জেলা শিল্পকলা একাডেমি থেকে বনরুপা পর্যন্ত একটি প্রভাতফেরি বের করা হয়। পরে অস্থায়ীভাবে নির্মিত এম এন লারমা প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির নেতাকর্মীসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় এমএন লারমার ৪০ তম মৃত্যু বার্ষিকী পালন করা হয়েছে।
১৯৮৩ সালের ১০ নভেম্বর খাগড়াছড়ির পানছড়ির গভীর জঙ্গলে জনসংহতি সমিতির বিদ্রোহী পক্ষের হামলায় এমএন লারমা আট সহযোদ্ধাসহ শাহাদাৎ বরন করেন।