৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপের নির্বাচনের জন্য বিলাইছড়ি উপজেলা হতে চেয়ারম্যান পদে ডিসি অফিসে মনোনয়নপত্র জমা দিয়েছেন অভিলাষ তঞ্চঙ্গা। বুধবার সকালে অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) ও বিলাইছড়ি উপজেলার দায়িত্বপ্রাপ্ত রিটানিং অফিসারের কার্যালয়ে চেয়ারম্যান প্রার্থী হিসেবে অভিলাষ তঞ্চঙ্গা তার মনোনয়নপত্র জমা দেন।
এসময় তার সাথে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ সদস্য ও বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগ নেতা রেমলিয়ানা পাংখোয়া, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ সাইদুল ইসলাম,৩নং ফারুয়া ইউপি চেয়ারম্যান বিদ্যালাল তঞ্চঙ্গা, বিলাইছড়ি উপজেলা যুবলীগের সহসভাপতি ও কেংড়াছড়ি এলাকার মেম্বার নজরুল ইসলাম এবং বিলাইছড়ি উপজেলা যুবলীগের (সাবেক)সাংগঠনিক উত্তম কুমার তঞ্চঙ্গাসহ আরো অনেকে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)ও বিলাইছড়ি উপজেলার নির্বাচন রিটানিং অফিসার সাইফুল ইসলাম জানান, বিলাইছড়ি উপজেলা নির্বাচনে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা পদে ফরম জমা দেওয়ার শেষ ২১ এপ্রিল ২০২৪ বিকাল ৪টা পর্যন্ত। মনোনয়নপত্র যাচাই বাছাই ২৩ এপ্রিল ২০২৪, মনোনয়নপত্র যাছাইয়ে রিটানিং অফিসারের সিদ্ধান্তে বিরুদ্ধে আপীল দায়ের ২৪ এপ্রিল ২০২৪,আপীল নিস্পত্তি ২৭ এপ্রিল,প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ৩০ এপ্রিল ২০২৪, প্রতীক বরাদ্দ ৩ মে ২০২৪ এবং নির্বাচন অনুষ্ঠিত হবে ২১ মে ২০২৪।
এসময় রিটানিং অফিসার অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) বলেন,এবার উপজেলা নির্বাচনে চেয়ারম্যান,ভাইস চেয়ারম্যান পুরুষ ও মহিলা উভয়েই অনলাইনে আবেদন করবেন। ইতি মধ্যে নির্বাচন কমিশন উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা,২০১৩এর বিধি ১৩ অনুযায়ী নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন মোতাবেক ৬ষ্ঠ উপজেলা পরিষদের ২য় ধাপে বিলাইছড়ি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে।
চেয়ারম্যান পদে মনোনয়ন সংগ্রহ করেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অভিলাষ তঞ্চঙ্গা ও বর্তমান উপজেলা চেয়ারম্যান ও জেএসএস সমর্থিত বীর উত্তম তঞ্চঙ্গা। ভাইস চেয়ারম্যান পদে-জেএসএস সমর্থিত বংকিম চন্দ্র তঞ্চঙ্গা,সুদীপ্ত তঞ্চঙ্গা ও মহিলা ভাইস চেয়ারম্যান উৎফলা চাকমা।