৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। প্রতীক পেয়েই খাগড়াছড়ির রামগড় উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে ৩জন, ভাইস চেয়ারম্যান পদে ৫জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রতিদন্ধি প্রার্থী প্রচারণা শুরু করেছেন।
আজ মঙ্গলবার (২৩ এপ্রিল) খাগড়াছড়ি জেলা নির্বাচন অফিসে লটারির মাধ্যমে জেলার রামগড়, মাটিরাঙ্গা, মানিকছড়ি ও লক্ষিছড়ি উপজেলার প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ কামরুল আলম। আর এ প্রতীক বরাদ্দের পরপরই প্রচারণায় নেমে পড়েন প্রার্থীরা।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, বর্তমান রামগড় উপজেলা চেয়ারম্যান বিশ্ব প্রদীপ কুমার কারবারী – আনারস প্রতীক, মো: আবদুল কাদের – দোয়াত কলম ও কংজঅং মারমা পেয়েছেন- ঘোড়া প্রতীক। ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মোঃ আনোয়ার ফারুক -টিয়া পাখি, মোঃ ওমর ফারুক- মাইক, মোঃ নূরুল আমিন- টিউবওয়েল, মোঃ শামছুদ্দিন মিলন- তালা, মোবারক হোসেন- চশমা। মহিলা ভাইস চেয়ারম্যান পদ বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার – কলস ও নাছিমা আহসান নীলা – প্রজাপতি মার্কা পেয়েছেন।
তফসিল অনুযায়ী, ২২ এপ্রিল প্রার্থীতা প্রত্যাহার ও ২৩ এপ্রিল প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ৮ মে। রামগড় উপজেলায় এবার ভোটার সংখ্যা ৪৬ হাজার ৭ শত ১৯জন ভোটার রয়েছে। ২০ টি ভোট কেন্দ্রের ৯১টি ভোট কক্ষে ভোট গ্রহণ করা হবে বলে জানিয়েছে উপজেলা নির্বাচন অফিস।