রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদকের বাসায় দুর্বৃত্তদের তান্ডবলীলা চালিয়েছে। সোমবার সন্ধ্যা সাড়ে ৬ টায় রাঙামাটি শহরের চম্পক নগর এলাকার কাসেম মোল্লার বাসার তৃতীয় তলায় তান্ডবলীলা চালিয়েছে বিজয় উল্লাসকারী দোষকৃতকারীরা।
স্থানীয়রা ও প্রত্যক্ষদর্শীরা জানান, একটি সিএনজি করে ৫/৬ জন সন্ত্রাসী বাসা সনাক্ত করে পরে কাসেম মোল্লার বাসায় প্রবেশ কালে বাসার মালিক বাঁধা দেয়। তখন বাসার মালিককে হুমকি ধমকি দিয়ে সাংবাদিক এম কামাল উদ্দিনের তৃতীয় তলায় বাসার দরজা ভেঙে বাসায় ঢুকে তান্ডবলীলা চালিয়ে বাসার ডেক্সটপ, ল্যাপ্টপ, মোবাইল, আসবাবপত্র ফার্ণিচার, কাচের বাসন পেয়ালা ভাংচুর করে ও স্বর্ণালংকার লুটপাট করে নিয়ে যায়।
সাংবাদিক কামালের স্ত্রী হালিমা কামাল বলেন, ৩০/৪০ জন সন্ত্রাসী দরজা ভেঙে বাসায় প্রবেশ করে আমাকে ও আমার বাচ্চাদের মারধর করে। পরে বাসায় লোটপাট করে তান্ডবলীলা চালিয়েছে বিজয় উল্লাসকারীরা। তারা ছাত্র পরিচয় দিয়ে এ হামলা চালিয়েছে। অকাত্য ভাষায় আমাকে ও আমার বাচ্চাদের মারধর ও গালিগালাজ করে আর ভাংচুর করে চলে যায়।
সাংবাদিক এম কামাল উদ্দিন বলেন, পূর্বের শত্রুতার জের ধরে পরিকল্পিত ভাবে এ হামলা চালিছে সন্ত্রাসীরা। আমি কোন রাজনৈতিক দলের সাথে জড়িত নহে। তাহলে কেন এ হামলা? যারা হামলা করেছে তারা সবাই আমাকে চিনে এবং পরিকল্পিত ভাবে হত্যার জন্য এসেছিল। তখন আমি বাসায় ছিলাম না। আমি অফিসে ছিলাম। সন্ত্রাসী সবার নাম পেয়েছি। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি। তারা বলছে পরিস্থিতি শান্ত হলে ব্যবস্থা নেওয়া হবে।