বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে খাগড়াছড়ির দীঘিনালায় শহিদ মিনারে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (৯ আগস্ট) সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বর শহিদ মিনারে এর আয়োজন করা হয়।
এ সময় দীঘিনালায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেয়া কবির আহম্মেদ, তানভির মাহিন, তাইজুল ইসলাম, আল আমিন, তৌহিদুল ইসলাম তন্ময়, খালেদ হাসান রবিন, হাসান আল মামুন সহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। শোকের কালো ও লাল সবুজের পতাকা মাথায় বেঁধে সকলে এতে উপস্থিত হন।
প্রজ্বলিত মোমবাতি হাতে নিয়ে সকলের কণ্ঠে ধ্বনিত হয় জাতীয় সংগীত। এরপর পালন করা হয় এক মিনিট নীরবতা।