রাঙামাটির বরকল উপজেলার ৯ টি কৃষক সমবায় সমিতি’র কৃষকদের মাঝে পাওয়ার টিলার বিতরণ করা হয়েছে।
শুক্রবার(৩০ ডিসেম্বর) সকালে রাঙামাটি শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে বরকল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের সহায়তায় এই কৃষি উপকরণ বিতরণ করা হয়।
এসময় বরকল উপজেলা ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরকল উপজেলা পরিষদের চেয়ারম্যান বিধান চাকমা, উপজেলা ডেভেলপম্যান্ট ফ্যাসিলিটেটর ঝিমি চাকমা সহ অন্যানরা।
উল্লেখ, ৯ টি কৃষক সমবায় সমিতি গুলো হলোঃ ভূষণ ছড়া সমবায় সমিতি লিঃ, ভূষণবাঁক সমবায় সমিতি লিঃ, খুব্বাং কৃষি সমবায় সমিতি লিঃ, কুসুমছড়ি কৃষি সমবায় সমিতি লিঃ, আন্ধারমানিক কৃষি সমবায় সমিতি লিঃ, রকবিছড়া কৃষি সমবায় সমিতি লিঃ, বরকল কৃষি সমবায় সমিতি লিঃ, এরাবুনিয়া কৃষক সমিতি, দক্ষিণ কলাবুনিয়া সমবায় সমিতি।