রাঙ্গামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় জেলা বিএনপির নেতৃবৃন্দ বাঘাইছড়িতে আগমন উপলক্ষ্যে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে বাঘাইছড়ি উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে শনিবার (১০ আগষ্ট) সকাল ১১.০০ ঘটিকায় আলোচনা সভার আয়োজন করা হয়।
১ম অধিবেশনে বাঘাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি ওমর আলীর সভাপতিত্ব ও ২য় অধিবেশনে পৌর বিএনপির সভাপতি নিজাম উদ্দীন বাবু’র সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গামাটি জেলা বিএনপির সভাপতি দিপন তালুকদার দীপু। এসময় বিশেষ অথিতি হিসেবে আরও উপস্থিত ছিলেন, এ্যাড সাইফুল ইসলাম পনির, শফিউল আজম, আব্দুল কুদ্দুস, আব্দুল মান্নান, দেবজ্যোতি চাকমা, জাবেদুল আলম, রহমত উল্লাহ খাজা, বদিউল আলম, নুরুল আলম কাউন্সিলর, আব্দুল সবুর, আবু বক্কর ছিদ্দিক মামুন, নিজাম উদ্দিন, ওমর ফারুক, নূর উদ্দিন রাজু, হাবিবুর রহমান, নাহিদুল আলম, মোঃ বখতিয়ার, হুমায়ুন রশিদ, জিন্নাত তালুকদার, ইউনুছ মানিক, সোহেল রানা, নূর কবির, সারোয়ার গাজী, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি সহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
উপস্থিত সকলের বক্তব্য শুনার পর প্রধান অতিথি ও জেলা নেতৃবৃন্দের বক্তব্যে অথিতি বক্তারা বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিকে শান্ত করার জন্য উপস্থিত সকলকে সময়োপযোগী দিকনির্দেশনা প্রদান করেন।
উভয় অধিবেশনে আলোচনা সভার সভাপতিদ্বয় স্থানীয় সকল নেতৃবৃন্দকে তাদের স্ব স্ব ইউনিটের নেতাকর্মীদের এলাকাভিত্তিক সজাগ দৃষ্টি রেখে নিজ নিজ এলাকার গণমানুষের জান মাল রক্ষায় সচেষ্ট থাকার নির্দেশ প্রদান ও আগামীতে নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহ্বান ও ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি করেন।