রাজস্থলী প্রতিনিধি।
দীর্ঘ তিন বছর পর রাজস্থলী উপজেলার দুই নং গাইন্দ্যা ও ১ নং ঘিলাছড়ি ইউনিয়ন বিএনপির ত্রি- বার্ষিক সম্মেলন শনিবার ঘিলাছড়ি হেডম্যান কার্যলয়ে আয়োজিত সম্মেলনে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি ভূ্বন মোহন তনচংগ্যা।
প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি এন পি, রাঙামাটি জেলার সাধারন সম্পাদক দীপন তালুকদার দীপু। উদ্বোধক ছিলেন, খলিলুর রহমান শেখ, সভাপতি জাতীয়তাবাদী দল রাজস্থলী শাখা, সাইফুল ইসলাম, শাকিল সাংগঠনিক সম্পাদক, জেলা বি এন পি, সাইফুল ইসলাম ( পনির) সাবেক সাংগঠনিক সম্পাদক জেলা বি এন পি, আলী বাবর জেলা সাবেক যুগ্ন সম্পাদক বি এন পি, খলিলুর রহমান শেখ সভাপতি উপজেলা বি এন পি।
উপজেলা যুব দলের সভাপতি শামীম আহাম্মদ রুভেলের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বি এন পির সাধারন সম্পাদক মংঞো মারমা, সিনিয়র সভাপতি আবুল হাসেম মেম্বার, মোহাম্মদ বাবলু উপজেলা বি এন পির সাংগঠনিক সম্পাদক, ছকির আহম্মদ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুইথুইঅং মারমা, সহ ইউনিযন বি এন পি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন ।
পরে নেতৃবৃন্দ ঘিলাছড়ি ও গাইন্দ্যা ইউনিয়নের সভাপতি সাধারন সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত ঘোষনা করেন। এতে ঘিলাছড়িতে সভাপতি পদে ভূবন মোহন তনচংগ্যা , সাধারন সম্পাদক বেলায়েত হোসেন ও সাংগঠনিক সম্পাদক হলামং মারমা।
গাইন্দ্যা ইউনিয়নে সভাপতি নির্বাচিত করেন, নুরুল আলম, মেম্বার সাধারন সম্পাদক হলাচিংমং মারমা (মিধু) সাংগঠনিক সম্পাদক অনিল তনচংগ্যাকে ঘোষণা করা হয়েছে। তার পর পরবর্তিতে অন্যান্য পদে স্ব স্ব ইউনিয়নের সদস্য ভোটের নির্বাচিত করবে বলে জানান।