শুক্রবার , ৭ নভেম্বর ২০২৫ | ২২শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়িতে ঐতিহাসিক বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালিত

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
নভেম্বর ৭, ২০২৫ ৬:২৫ অপরাহ্ণ

সারা দেশের ন্যায় রাঙামাটির বাঘাইছড়িতেও যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক বিপ্লব ও জাতীয় সংহতি দিবস পালন করা হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) উপজেলা ও পৌর বিএনপির যৌথ উদ্যোগে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

দিনের শুরুতে দলীয় ও জাতীয় পতাকা অর্ধনমিতকরণ করা হয়। পরে বিকেলে উপজেলা বিএনপি কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা সদর এর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবারও কার্যালয় চত্বরে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ওমর আলী এবং পরিচালনা করেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ রহমত উল্লাহ খাঁজা। এতে প্রধান অতিথি ছিলেন বাঘাইছড়ি পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ নিজাম উদ্দিন বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাবেদুল আলম, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর আলম, অর্থ-সম্পাদক ইউসুফ নবী, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সহ কৃষি বিষয়ক সম্পাদক সেলিম উদ্দিন বাহারীসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ দিন। ১৯৭৫ সালে সৈনিক-জনতার ঐক্যের মধ্য দিয়ে দেশ নতুন পথে অগ্রসর হওয়ার অনুপ্রেরণা পেয়েছিল। তারা জানান, এই দিনের চেতনা জাতীয় ঐক্য ও গণতন্ত্র রক্ষার প্রতীক হিসেবে আজও প্রাসঙ্গিক।

বক্তারা আরও বলেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংগঠনকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে হবে। রাঙামাটি-২৯৯ আসনে দলীয় প্রার্থী হিসেবে দীপেন দেওয়ানকে বিজয়ের জন্য সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালানোর আহ্বান জানান তারা।

বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও গণতন্ত্র পুনরুদ্ধারে তাঁর ভূমিকার কথাও স্মরণ করেন এবং সেই চেতনায় দলীয় নেতাকর্মীদের এগিয়ে আসার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
error: Content is protected !!
%d bloggers like this: