শুভ প্রবারণা পূর্ণিমা-২০২৪ ও অন্যান্য বৌদ্ধ ধর্মীয় উৎসব উপলক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় পুলিশ সুপার কার্যালয় সম্মেলন কক্ষে, শুভ প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে পাহাড়ে চীবর দান শুরু হবে, বিভিন্ন বৌদ্ধ বিহার কমিটির প্রতিনিধিদের সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভায় নিশ্চিত করা হয়। আগামী ১৭অক্টোবর হতে শুভ প্রবারণা পূর্ণিমার মধ্য দিয়ে পাহাড়ে চীবর দান উৎসব শুরু করা হবে। কঠিন চীবর দান হলো ২৪ঘন্টার মধ্যে সুতা গেথে নিজ হাতে বস্ত্র বুনন করা। তবে এবার তারা এ কাজটি করবেন না। কিন্তু বাকি সকল ধর্মীয় উৎসব পালন করবে। অর্থাৎ চীবর দান উৎসব পালিত হলেও হচ্ছে না কঠিন চীবর দান উৎসব।
পুলিশ সুপার ড.এস এম মফহাদ হোসেন বলেন, সম্প্রতি প্রশাসন সম্মানিত ভান্তে ভিক্ষুদের সাথে কথা বলে জানা গেছে, কঠিন চীবরদান উৎসব অনুষ্ঠিত হবে না। তবে চীবরদান উৎসব অনুষ্ঠিত হবে। আমি অনুরোধ জানাবো আপনারা সকল উৎসব নিরভয়ে পালন করতে পারবেন। নিরাপত্তার কোন অভাব হবে না। আপনারা পরামর্শ দেবেন যেখানে যেখানে নিরাপত্তার প্রয়োজন আমরা সেখানে নিরাপত্তা দেব।
মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, রাজবন বিহার পরিচালনা কমিটির সহসভাপতি নিরূপা দেওয়ান, বনরূপা মৈত্রী বিহারের সাধারণ সম্পাদক পূর্ণ চন্দ্র দেওয়ান,জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মনছুর আলমসহ সভায় আগত বিভিন্ন বৌদ্ধ বিহারের প্রতিনিধিরা।
মতবিনিময় সভায় পাহাড়ি বাঙালি সংঘাত সহিংসতার কথা ভুলে গিয়ে সম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে কঠিন চীবরদানের বিকল্প হয় না। তাই পাহাড়ি বাঙালি সবাই মিলেমিশে এই চীবর দান পালনে একত্বতা প্রকাশ করেন।