রাঙামাটি পার্বত্য জেলা যাত্রী ও গণপরিবহন কমিটি’র(আরটিসি) সভা অনুষ্ঠিত হয়। রোববার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খানের সভাপতিত্বে জেলা যাত্রী ও গণপরিবহন কমিটি’র (আরটিসি’র) সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় রাঙামাটি’র বিভিন্ন পরিবহন ও অটো রিক্সসা (সিএনজি) রেজিস্ট্রেশন নিয়ে মুক্ত আলোচনা করা হয়।
তবে বিতর্কিত সিএনজি রেজিস্ট্রেশন নিয়ে কোন সূরাহ বা রেজিস্ট্রেশন দেওয়া হবে এমন কোন আলোচনা হয়নি। নতুন সিএনজি রেজিস্ট্রেশন দেওয়ার ব্যাপারে সভায় কেউ কোন মতামত দেননি। শেষ পর্যন্ত নতুন জিএনজি’র রেজিস্ট্রেশন দেওয়ার ব্যাপারে কোন রকমের সিদ্ধান্ত দেয়নি জেলা প্রশাসন।
এ সময় সভায় উপস্থিত ছিলেন,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার, পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার অণির্বান চৌধুরী, জেলা ট্রাফিক পুলিশের ইনচার্জ সরওয়ার মোঃ পারভেজ,জেলা বিএনপি’র সাধারণ সম্পপাদক এ্যাভোকেট মামুনুর রশিদ মামুন,জামায়াতে সেক্রেটারী মাওলানা মোঃ জাহাঙ্গীর আলম, সিএনজি সমিতির নেতা মিজানুর রহমান বাবু, সিএনজি নেতা পরশ মজুমদার, বিএনপি নেতা ও সিএনজি কর্মকর্তা বাবর আলী, বাস ও ট্রাক সমিতির নেতৃবৃন্দসহ আরো অনেকে।
সভায় ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রুটে বিলাবহুল নতুন নতুন ৩-৪টি বাস চালু করতে জেলা যাত্রী ও গণপরিবহন কমিটি’র(আরটিসি’র) সভায় অনুমোদন দেওয়া হয়। পরে সকল চালকদের ট্রাফিক আইন মেনে চলতে পরামর্শ দেওয়া হয়।