রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালীতে ১ দিনের জন্য পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করেছেন জেলা প্রশাসন। সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে আগামী কাল বুধবার (৪ ডিসেম্বর) পর্যটক ভ্রমণে নিরুৎসাহিত করা হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে রাঙামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জোবাইদা আক্তার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, রাঙামাটি পার্বত্য জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ও তার পার্শ্ববর্তী এলাকার আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি এবং এসকল এলাকায় পর্যটকদের নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে আগামী ০৪ ডিসেম্বর ২০২৪খ্রি: তারিখে সাজেক পর্যটন কেন্দ্রে পর্যটকদের ভ্রমণে নিরুৎসাহিত করা হলো।
স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে সাজেক ও তার আশপাশের এলাকায় উত্তেজনা ও সংঘাতময় পরিস্থিতি বিরাজ করছে, যা পর্যটকদের জন্য ঝুঁকিপূর্ণ। গত তিন দিনে সাজেক এবং আশপাশের এলাকায় পাহাড়ি দুই আঞ্চলিক দলের মধ্যে একাধিকবার সংঘাতময় পরিস্থিতি সৃষ্টি হয়েছে। উভয় দলের মধ্যে শুষ্ক যুদ্ধ বা সশস্ত্র উত্তেজনা ছড়িয়ে পড়ায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এসব ঘটনার ফলে সাজেকের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। স্থানীয় বাসিন্দারা জানান, কিছু এলাকায় গুলির শব্দও শোনা গেছে।