সোমবার , ৭ জুলাই ২০২৫ | ৩০শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে রেলওয়ের জমি দখল, পাল্টাপাল্টি হামলার অভিযোগ

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ৭, ২০২৫ ৯:২৩ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ইসলামপুর মধ্যম নাপিতখালী এলাকায় রেলওয়ের জমি দখলে বাঁধা দেওয়ায় স্থানীয় চেয়ারম্যান, গ্রাম পুলিশসহ পাল্টাপাল্টি হামলার অভিযোগ পাওয়া গেছে। থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

গতকাল রবিবার (৬ই জুলাই) সকালে মধ্যম নাপিতখালীর রেললাইনের পাশের একাংশ জমিতে ঘেরাবেড়া দিচ্ছিলেন হালিমুল্লাহ্। এসব দেখে স্থানীয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে জানালে, চেয়ারম্যান ঐ ওয়ার্ডের গ্রাম পুলিশ লাল মিয়াকে ঘটনাস্থলে পাঠান এবং ঘেরা দিতে বাঁধা দিলে তারা ক্ষিপ্ত হয়ে গালিগালাজ করে।

গ্রাম পুলিশ লাল মিয়া জানান, ঘটনাস্থলে গেলে হালিমুল্লাহ্ তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মারধরও করেন। পরে নিরুপায় হয়ে চেয়ারম্যানকে সব বিষয় খুলে বলেন তিনি।

ইসৱামপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোছাইন জানান, রেললাইনের পাশের জমি দখল ও চৌকিদার লাল মিয়ার উপর হামলার ঘটনা শুনে তিনি ৩টায় ঘটনাস্থলে যান। তবে তার উপস্থিতিতেও চলে ঘেরা দেয়ার কাজ। এসময় বাঁধা দিলে, অশালীন ভাষায় গালিগালাজ করে এবং গ্রাম পুলিশ ও স্থানীয়রা বাঁধা দিলে পরিষদের গ্রাম পুলিশ লাল মিয়া ও স্থানীয় সালাহ্ উদ্দিন’কে মারধর করে হালিমুল্লাহ্ ও তার সাঙ্গপাঙ্গরা।

চেয়ারম্যান দেলোয়ার আরও জানান, হালিমুল্লাহ্ নিজের দাবি করে যে জাগায়টি দখলে নিচ্ছিলো, জায়গাটি মুলত রেলওয়ে কতৃপক্ষের। যেটি এখন একই এলাকার বেশ কয়েকটি পরিবারের চলাচলের রাস্তা হিসেবে ব্যবহৃত হচ্ছে। তবে এ জায়গাটি দখলে নিতে হালিমুল্লার এমনতর কর্মকাণ্ড আইনের পরিপন্থি।

অন্যদিকে হালিমুল্লাহ’র ভাই সাইফুল ইসলাম জানান, জায়গাটি ইতিপূর্বে আমাদের ছিল, বর্তমানে রেলওয়ের জায়গা। তবে কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে গাছের চারা রোপণ করার জন্যে গেলে চেয়ারম্যানের ভাইসহ মিলে হালিমুল্লাহর উপর হামলা করা হয়েছে বলে পাল্টা অভিযোগ ছুড়ছেন তিনি। এ ঘটনায় আহতরা চিকিৎসাধীন রয়েছে এবং ঈদগাঁও থানায় এজহার দায়েরের প্রস্ততি চলছে বলে জানা গেছে।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ মছিউর রহমান জানান, ঘটনাটি শুনেছি, ভুক্তভোগীরা অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: