শুক্রবার , ১ নভেম্বর ২০২৪ | ২৯শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

দীর্ঘ অপেক্ষার পর খুললো রাঙামাটিতে পর্যটনের দুয়ার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
নভেম্বর ১, ২০২৪ ৮:০১ অপরাহ্ণ

প্রায় দীর্ঘ ১মাস পর্যটন ব্যবসা বন্ধ থাকার পর শুক্রবার সকাল থেকে খুলে দেওয়া হয়েছে রাঙামাটির পর্যটন স্পটগুলো। স্থানীয় ও দেশের বিভিন্ন জেলা থেকে পর্যটক আসতে শুরু করছে। নতুন করে ফিরে পেয়েছে পর্যটনের সাথে সংশ্লিষ্ট ব্যবসায়িদের যৌবন। আগামী সপ্তাহ হতে পর্যটক আরো বৃদ্ধি পাবে। তাই দীর্ঘ ১ মাসে পর্যটন ব্যবসায় যে ক্ষতি হয়েছে তা কাটিয়ে উঠতে একটু সময় লাগবে। আজকে পর্যটন খোলার প্রথম দিনে অনেক পর্যটকের আগমন ঘটেছে। আশা করছি আগামীতে অনেক পর্যটক রাঙামাটি শহরে ঘুরতে আসবে। শুক্রবার সরকারি ছুটির দিনে স্থানীয় ও দূর-দূরান্ত হতে রাঙামাটি পর্যটন স্পটগুলোতে ২-৩ হাজার পর্যটক রাঙামাটি বেড়াতে আসছে।

পর্যটন হলিডে কমপ্লেক্সের টিকেট কাউন্টারে দায়িত্ব থাকা মোঃ সোহেল ও পর্যটক বোট ম্যানেজার মোঃ ফখরুল ইসলাম বলেন, শুক্রবারে ২৪দিন পর পর্যটন খুলে দেওয়া হয়েছে। মোটামুটি পর্যটক আসা শুরু করছে। ৩-৪শ’ পর্যটকের কাছে টিকেট বিক্রি করা হয়েছে। স্থানীয় অনেক টিকেট ছাড়াও  ঝুলন্ত ব্রিজে প্রবেশ করছে। এছাড়াও ১৫-২০টি পর্যটন ফাইবার বোট ভাড়া দেওয়া হয়েছে। আশা করছি আগামী সপ্তাহে ব্যাপক পর্যটক আসার সম্ভাবনা রয়েছে।  সামনে শুক্রবার-শনিবরে  অনেক সরকারি বেসরকারি পর্যটক ঘুরাঘুরি করতে আসবে। তাতে আমাদের লোকসান কাটিয়ে উঠার সম্ভাবনা রয়েছে।

হোটেল হিল প্যারাডাইস এর মালিক মোঃ মঈনুল ইসলাম বলেন, দীর্ঘ ১মাস পর্যটন স্পটগুলো বন্ধ থাকার পর শুক্রবারে খুলে দেওয়া হয়েছে। আজ থেকে হোটেলগুলোতে বেশ কিছু রুম বুকিং হয়েছে। আগামীতে আরো বুকিং হবে। রাঙামাটির পরিবেশ পরিস্থিতি অনেক ভাল,নির্ভয়ে পর্যটক বেড়াতে পারেব। এখানে আইনশৃঙ্খলা ভাল আছে। পর্যটক আসলে আমাদের ব্যবসা আরো ভাল হবে।

আগত পর্যটক রাশেদ শাহরিয়ার রিপন ও লোকমান হোসেন বলেন, শুনলাম দীর্ঘ দিন পর রাঙামাটি পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে। তাই আমরা চট্টগ্রাম ও ঢাকা থেকে বেড়াতে এসেছি। অনেক ভাল লেগেছে,খুব আনন্দ উপভোগ করছি। আর ঝুলন্ত ব্রিজ দেখে আরো ভাল লেগেছে। আবারো বেড়াতে আসবো।

দীর্ঘ ২৪দিন পর আজ রাঙামাটি পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হয়েছে। পর্যটন হলি ডে কমপ্লেক্স, আবাসিক হোটেল মোটেল মালিক, বোট মালিক ও রেস্তোরা মালিকসহ নানান শ্রেণির মানুষ প্রাণ খুলে মুক্ত আবহাওয়া ও কোমল নির্মল পরিবেশে পরিবার পরিজন নিয়ে বেড়াতে এসেছি ঝুলন্ত ব্রিজে। রাঙামাটি সবকটি পর্যটন স্পট গুলো দেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান বলেন, প্রায় একমাস পর গতকাল শুক্রবারে রাঙামাটির পর্যটন স্পটগুলো খুলে দেওয়া হলো। এখন থেকে নির্বিঘ্নে মানুষ বেড়াতে আসবে। পর্যটক ঘুরতে আসা আর কোন বাঁধা রইলো না। নিরাপত্তাজনিত কারনে এতদিন পর্যটক আসতে নিরুৎসাহিত করা হয়েছিল।

পুলিশ সুপার ড.ফাহাদ হোসেন বলেন, রাঙামাটিতে পর্যটকদের নিরাপত্তার ব্যাপারে জেলা পুলিশ, নৌ পুলিশ ও টুরিস্ট পুলিশ সর্বদা সচেতন রয়েছে। পর্যটকদের নিরাপত্তার স্বার্থে পর্যটন এলাকায় টুরিষ্ট ডিউটিরত থাকবে। দেশ ও দেশের বাহির থেকে যে কোন ধরনের পর্যটক আসতে পারবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত
%d bloggers like this: