খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় ট্রাক্টর উল্টে ১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরো ৪ জন আহত হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেন দীঘিনালা থানা পুলিশের উপ-পরিদর্শক নুর উদ্দিন।
আজ মঙ্গলবার দুপুরে উপজেলার মেরুং ইউনিয়নের বেতছড়ি ৪ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
সূত্রে জানা যায়, বেতছড়ি ৪ নং ওয়ার্ডের বাঁচা মেরুং বৌদ্ধসিং পাড়া থেকে কাট বোঝাই করে অবৈধ চালক লাইসেন্স বিহীন ট্রাক্টর করে বেতছড়ি আসার পথে বাচাঁ মেরুং এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে। এতে করে ট্রাক্টর মালিক ঘটনা স্থলে নিহত হয়েছে বলে জানা যায়।
নিহত ব্যাক্তি হলেন একই এলাকার মৃত রফিকের ছেলে।
এ ঘটনা আহত’রা হলেন একই ওয়ার্ডের মোঃ তজীম উদ্দিন(২৫), মোঃ ইউনুস(২৬), মোঃ সিরাজ(২৭), আলাউদ্দিন(২৮)।
দীঘিনালা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জয় চৌধুরী জানান, নিহত ব্যাক্তি হাসাপাতালে আনার পূর্বেই মারা যায়।
দীঘিনালা থানা পুলিশের উপপরিদর্শক নুর উদ্দিন জানান, নিহতের পরিবার ভবিষ্যতে আইনি কোন জটিলতা তৈরি করবে না শর্তে ও ময়নাতদন্ত না করার আবেদন করেন। নিহতের পরিবার ময়নাতদন্ত না করার আবেদনের পরিপ্রেক্ষিতে আইনী প্রক্রিয়া শেষে নিহতের লাশ দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করা হবে।