খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় প্রযুক্তির সহায়তায় নারীর ক্ষমতায়ন প্রকল্পের আওতায় আইটি সেবা প্রদানকারী, বিভিন্ন কোর্সের আওতার ৮০ জন প্রশিক্ষনার্থীদের মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার উপজেলা অডিটরিয়াম রুমে এই ল্যাপটপ বিতরণ অনুষ্ঠান হয়। এতে দীঘিনালা উপজেলা সহকারী প্রোগ্রামার মোঃ রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, দীঘিনাাল উপজেলা নির্বাহী অফিসর মামনুর রশীদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহাবুদ্দিন, দীঘিনাাল প্রেস ক্লাব সভাপতি মোঃ সোহেল রানা, সাধারণ সম্পাদক মোঃ আকতার হোসেন।

প্রধান অতিথির বক্তব্যে দীঘিনালা উপজেলা নিবার্হী কর্মকর্তা মোঃ মামুনুর রশীদ বলেন, নারীরা যেন কর্ম দক্ষতায় পিছিয়ে না পড়ে সেজন্য তাদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জনের মধ্যে দিয়ে অর্থ উপার্জনের উপযোগী করে তোলা হচ্ছে। আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তির সঠিক ব্যবহার করতে পারলে পৃথিবীর যে-কোন জায়গায় ঘরে বসে কর্মসংস্থান সৃষ্টি হবে।

 
         
                     
  







 
                                     
                                    








