রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার সাজেক ইউনিয়নের সাজেক অদ্বিতি পাবলিক স্কুলে শিক্ষার্থীদের মাঝে নতুন বই উপহার তুলে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট সেনা জোন।
বুধবার (১জানুয়ারি) দুপুরে সাজেক অদ্বিতি পাবলিক স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের সরকারী প্রাক প্রাথমিক হইতে ৩য় শ্রেণীর বই বিতরণ করা হয়। বই বিতরণ অনুষ্ঠানে সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের সভাপতি ও জোনের উপঅধিনায়ক মেজর ফয়সাল আমির মোহাম্মদ তারেকের সভাপতিত্বে শিক্ষার্থীদের মাঝে নতুন বই তুলে দিলেন বাঘাইহাট জোনের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ খায়রুল আমিন।
এসময় আরোও উপস্থিত ছিলেন সাজেক অদ্বিতি পাবলিক স্কুলের প্রধান শিক্ষক মোঃ শাহাদাৎ হোসেন,৩৬নং সাজেক ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নেলসন চাকমা (নয়ন), স্কুল পরিচালনা কমিটির সদস্য ও সাজেক ইউনিয়ন এর মহিলা মেম্বার সুমিতা চাকমা, বাঘাইহাট বাজার কমিটির সহ-সভাপতি মোঃ রায়হান উদ্দিন, সাজেক ইউনিয়ন বিনপি এর সভাপতি মোঃ আনোয়ার হোসেন এবং স্কুল পরিচালনা কমিটির অন্যান্য সদস্যসহ বাঘাইহাট এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলের শিক্ষক শিক্ষিকা, অভিভাবকগন এবং ছাত্রছাত্রীরা উপস্থিত ছিলেন।